Reader Testimonials


সত্যি, ভারী সুন্দর হয়েছে ম্যাগাজিন সাজানোটা। এই যে প্রত্যেকটা লেখার সঙ্গে মানানসই ছবি, তার সঙ্গে লেখা থেকে ভেবে চিন্তে তুলে আনা হাইলাইট, আর লেখক/অলংকারিক পরিচিতি সবটাই এত সুন্দর, এত যথাযথ!.. আর খুব ভার্সেটাইল হয়েছে আপনাদের প্রবাহ। ব্যঞ্জনে কোনো কার্পণ্য হয়নি! এমনকি গল্প, উপন্যাস, কবিতা, ভ্রমণ কাহিনীর মতো ভারিক্কি পদের সাথে মৌরি আর মিছরির দানার মতো এই যে একটা করে পাজল, একটা করে রান্নার রেসিপি সেইসঙ্গে জেনারেল নলেজ আর মজার গল্প পাই প্রতিটি সংখ্যায় কী যে মিষ্টি লাগে ব্যাপারটা কী বলব!

দেবাদৃতা দাস

প্রথমেই বলি পত্রিকার মলাট, পাতা ইত্যাদির গুণগত মান অত্যন্ত প্রশংসার দাবি রাখে। প্রতিটি গল্প, ধারাবাহিক উপন্যাস, ভ্রমণ কাহিনী, কবিতা, রম্যরচনা ইত্যাদি ভিন্নস্বাদের হওয়ার জন্য এই পত্রিকা পাঠকের মনের খিদে পূরণ করতে সক্ষম। পত্রিকার অলঙ্করণ বেশ মনোমুগ্ধকর।

সুমনা দত্ত

আর পাঁচটা বাজারি পত্রিকার থেকে প্রবাহ স্বতন্ত্র। পত্রিকার কাগজের মান, লেখার মান, সর্বোপরি প্রিয়াঙ্কা ঘোষের সম্পাদনা এটিকে প্রথম শ্রেণিতে থাকা পত্রিকার সারিতে সামিল করেছে। লেখক ও কবিদের চিন্তন ক্ষমতায়, ভাষার প্রয়োগে ও রঙিন সাযুজ্যপূর্ণ চিত্রসমাহারে পত্রিকাটি পাঁচফুলে সেজে উঠেছে এবং পরিপূর্ণতা লাভ করেছে।

মানস লাহিড়ী

অন্য পত্রপত্রিকা থেকে অনেকাংশে পৃথক প্রবাহের ধারা। যেমন ভিন্ন স্বাদ, তেমন লেখার গুণগত মান। বিশেষ করে অলঙ্করণ আর ছোটবেলায় দেখা বিদেশী পত্রপত্রিকার মত পৃষ্ঠাগুলো। মসৃণ তৈলাক্ত মলাট, পৃষ্ঠা আর তার উপর তেলরঙা সামঞ্জস্যপূর্ণ চিত্রগুলো পাঠক মনকে আকৃষ্ট করে।

অর্ঘ্য শূর রায়

About Us

A new age publishing house that promises to inspire and support creativity in budding writers.